আইজ কা একটা নয়া জিনিশ শিখলাম। এতোদিন আইপি ট্রেস এর কথা নিশ্চয় শুনিয়াছেন, ইহা কিভাবে করে ধাপে ধাপে বনর্না করিতেছি
ধরেন আপনার একটা বলগ বা ওয়েব সাইট আছে, আপনি জানিতে চান আপনার সাইটে ভিজিটররা কোন দেশের বা কোন লোকেশনের বা আপনার সাইটে ডাইলি কতো হীট পড়তাছে, বা এই মুহুর্তে অনলাইনে কেডা কেডা আছে
এক্টু কস্ট করিয়া http://www.tracemyip.org/ তে যান,
রেজিস্টার করুন
মেইল থেকে লিঙ্ক টাকে একটিভ করুন
তারপর এড প্রজেক্ট বাটনে ক্লিক করলে, আপনার সাইটের নাম খানা জানিতে চাইবে, উহা বসাইয়া দিন
তারপর কিছু চেক বকছ সম্বলিত একখানা পেইজ় আসিবে, উহাতে হাত দিবার কোনুরুপ প্রয়োজন নাই,
অকে বাটনে ক্লিক করলে এক টুক্রা কোড পাইবেন
কোড খানা কপিপেস্ট করিয়া আপ্নের web page এ বসান,
(blogspot ইউস করলে, add a gadget>html script>past>ok>save)
এহন http://www.tracemyip.org/ গিয়া লগইন করুন
এত যামেলা মনে হইলে http://expressdigitally.com/ তে গিয়া কোড কপি পেস্ট করে আপনার ব্লগে বা পেজে , হান্দাইয়া দেন
আরেক টা ভালো সাইট হলো, http://www.startcounter.com/
বেস্ট হইলো http://googleanalytics.com/
বিজ্ঞাপনঃ (ডুন্ট মাইন্ড!)
এখানে বই পত্তর পাওয়া যায়
আরেক টা ভালো সাইট হলো, http://www.startcounter.com/
স্টার্টকাউন্তার নাকি স্ট্যাট কাউন্তার?? statcounter.com
কৃতজ্ঞতায়ঃ ভেংচুক(মুল ভাবনা )
২টি মন্তব্য:
এইখানে যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো কি কাজ করে? নাকি ফান করার জন্য দিয়েছ? যদি কাজ করে তাহলে ভাল। আমার একটা ব্লগ সাইট আছে প্রাথমিক পযা'য়ে। সেখানে আমি এটা ট্রাই করে দেখব। যদি কোন সমস্যা হয় আমি তোমাকে জানাব। আশা করি সাহায্য করবে।
তোমার সাইট টা ভাল হয়েছে। well done.
আমার ব্লগ সাইট এর লিঙ্ক টা তোমাকে দিলাম। check কর এবং পরামশ' দাও। http://sapnochura.blogspot.com/
একটি মন্তব্য পোস্ট করুন